ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘নামাজ, রোজা রেখে বাসায় সময় কাটছে'

প্রকাশিত: ০৯:৩৫, ৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নামাজ, রোজা রেখে বাসায় সময় কাটছে'

বিশ্বব্যাপী মহামারি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। বাংলাদেশেও দিনে দিনে এ মিছিল লম্বা হচ্ছে। করোনা সংক্রমণ থেকে বাঁচতে সবাই এখন ঘরে অবস্থান করছেন৷ কারো কারো বাসায় প্রয়োজনীয় খাদ্যদ্রব্য শেষ হয়ে গিয়েছে। চিত্রনায়িকা শাহনূরের বাসায়ও খাদ্য সংকট তৈরি হয়েছে।

শাহনূর টানা ২১ দিন ধরে বাসা থেকে বের হননি। খাবার কিনে মজুতও করেননি। আর এ কারণে তার বাসার বাজার শেষ হয়ে গিয়েছে বলে রাইজিংবিডিকে জানান এই অভিনেত্রী।

শাহনূর বলেন, ‘টানা ২১ দিন বাসা থেকে বের হচ্ছি না। বাসায় খাবার মজুদ করিনি। এখন বাসার থাবার শেষ। আজ প্রয়োজনীয় কিছু বাজার কিনে আনতে হবে।’

বাসায় সময় কাটে কীভাবে জানতে চাইলে তিনি বলেন, ‘নামাজ, রোজা রেখে বাসায় সময় কাটছে। সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার রোজা রাখি। এছাড়া ভাইয়ের দুইটা বাচ্চা আর আম্মুকে সময় দেই। আর ফেসবুকে সবাইকে সচেতন করতে ভিডিও পোস্ট করছি।’

অসহায় মানুষদের পাশে দাঁড়াতে দেখা যায়নি কেন জানতে চাইলে তিনি বলেন, ‘আম্মু অসুস্থ থাকার কারণে আমি বাসা থেকে বের হই না। আমি যে সব সংগঠনের সঙ্গে আছি সেগুলো থেকে সাহায্য সহযোগিতা করা হচ্ছে। খুব পরিচিতজনদের আমি বিকাশের মাধ্যমে সহযোগিতা করছি।’

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়