ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বিমান দুর্ঘটনায় পাকিস্তানি মডেল নিহত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ২৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বিমান দুর্ঘটনায় পাকিস্তানি মডেল নিহত

পাকিস্তানে বিমান দুর্ঘটনায় দেশটির জনপ্রিয় মডেল জারা আবিদ নিহত হয়েছেন।

দুর্ঘটনার পরপরই বিমানে থাকা যাত্রীদের তালিকা প্রকাশ পায়। এরপর থেকেই তার ঘনিষ্ঠ বন্ধুরা মাইক্রোব্লগিং সাইট টুইটারে ওই বিমানে জারার ভ্রমণের বিষয়টি নিশ্চিত করেন। বিমানের যাত্রীদের তালিকায় ৮২ নম্বরে তার নাম রয়েছে।

পরবর্তী সময়ে সাংবাদিক জেইন খান এক টুইটে এই মডেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, ‘মডেল-অভিনেত্রী জারা আবিদ পিকে ৮৩০৩ বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। খুবই মর্মান্তিক খবর। তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

ফ্যাশন ডিজাইনার খাদিজা শাহ জারা আবিদের মৃত্যুতে শোক জ্ঞাপন করে টুইটারে লেখেন, ‘আজ বিমান দুর্ঘটনায় ফ্যাশন জগত জারা আবিদকে হারালো। সে অসাধারণ একটি মেয়ে ছিল, পরিশ্রমী ও পেশাদার। তার কর্মস্পৃহা ও ফটোগ্রাফের ভিন্নতা আমার খুব ভালো লাগত। তার আত্মা শান্তি পাক। অনেকেই আজ তাদের স্বজন হারিয়েছেন। আল্লাহ সবাইকে মাফ করুন।’

যদিও কিছু যাত্রী বেঁচে আছেন— এমন খবর প্রকাশের পর তিনি টুইটটি মুছে ফেলেন। অন্য একটি টুইটে তিনি লেখেন, ‘দোয়া করি সে যেন বেঁচে থাকে। কয়েকজন বেঁচে আছেন খবর পেলাম। আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন এবং তাদের মধ্যে যেন সেও থাকে।’ 

জানা যায়, একটি পোশাকের ব্র্যান্ডের শুটিং করছিলেন জারা। কিন্তু তার নিকট আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে তাকে লাহোর যেতে হয়। শুক্রবার লাহোর থেকে করাচি ফিরছিলেন জারা আবিদ।

এর আগে ৯১ জন যাত্রী ও ৮ জন ক্রু নিয়ে শুক্রবার (২২ মে) বিকালে লাহোর থেকে করাচি রওনা হয় পাকিস্তানি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানটি। কিন্তু করাচির জিন্নাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পাশে এটি বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় দুইজন বাদে বিমানের সব আরোহী নিহত হওয়ার খবর কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য ডন।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়