ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

পঙ্গপালের হানা: সিনেমার গল্পই বাস্তবে রূপ নিয়েছে! (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ৩০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পঙ্গপালের হানা: সিনেমার গল্পই বাস্তবে রূপ নিয়েছে! (ভিডিও)

ছবির কোলাজ

একেতো করোনা, তার উপরে পঙ্গপালের হানা। এ যেন ভারতবাসীর কাছে—গোদের উপর বিষফোঁড়া। পাকিস্তানে কৃষকের ফসল উজাড় করার পর ভারতের রাজস্থানের জয়সলমিরে ঢুকে পঙ্গপাল। তারপর মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, অন্ধ্র প্রদেশ, হরিয়ানা, উত্তর প্রদেশে ঢুকে পড়েছে। ফসল ক্ষতির আশঙ্কায় ভীত স্থানীয় কৃষক।

এর মধ্যে নেটিজেনদের মনে পড়েছে কয়েকটি সিনেমার কথা। হলিউড সিনেমার পাশাপাশি ভারতের দক্ষিণী সিনেমায়ও পঙ্গপালের আক্রমণের বিষয় ফুটিয়ে তোলা হয়েছে। গত বছর তেলেগু ভাষার ‘কাপ্পান’ সিনেমাটি মুক্তি পায়। এটি পরিচালনা করেন কে ভি আনন্দ। প্রধান চরিত্রে অভিনয় করেন সুরিয়া ও মোহনলাল। কৃষকের ফসলি জমিতে পঙ্গপালের হানার বিষয়টি এতে দেখানো হয়। সেই দৃশ্যই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। চলছে জোর আলোচনা। অনেকে বলছেন—‘কাপ্পান’ সিনেমার সেই দৃশ্যই বাস্তবে রূপ নিয়েছে!

বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে কথা বলেছেন সিনেমাটির পরিচালক কে ভি আনন্দ। তিনি বলেন—কাপ্পান সিনেমায় পঙ্গপালের দৃশ্য থাকায় অনেকেই ফোন করছেন। যদিও সাম্প্রতিক পঙ্গপাল হানার খবরে আমার খারাপ লাগছে। মাদাগাস্করে সিনেমাটির লোকেশন দেখতে গিয়ে আমরাও পঙ্গপালের মধ্যে পড়েছিলাম। গাড়ি চালানো যাচ্ছিল না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর পঙ্গপালবাহিনী চলে যায়। এরপরই আমি কাপ্পান সিনেমায় পঙ্গপালের দৃশ্য রাখার কথা ভাবি।

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য রিপিং’ সিনেমায় পঙ্গপাল দেখানো হয়েছে। এটি পরিচালনা করেন স্টিফেন হকিংস। সিনেমার বিখ্যাত দৃশ্য দ্য কুইন অব লোকাস্টস। সেখানে দেখানো হয়, কীভাবে পঙ্গপাল এসে খুনের চক্রান্ত ধূলিসাৎ করে দেয়।

দেখুন: ‘কাপ্পান’ সিনেমার ভাইরাল হওয়া দৃশ্য।

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়