ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টিভি সিরিয়ালে ঘনিষ্ঠ দৃশ্য থাকছে না

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫১, ৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
টিভি সিরিয়ালে ঘনিষ্ঠ দৃশ্য থাকছে না

নাটকের দৃশ্যে মধুমিতা ও যশ দাশগুপ্ত

পয়লা জুন থেকে শুটিংয়ের অনুমতি পেলেও এখনো শুটিংয়ে ফিরেননি টলিউডের কলাকুশলীরা।

গতকাল মঙ্গলবার টেকনিশিয়ান স্টুডিওতে সিনেমা ও টিভি সিরিয়ালের শুটিং শুরুর বিষয়ে বৈঠকে বসেছিলেন আর্টিস্ট ফোরাম, ইম্পা, ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এতে টলিউড চলচ্চিত্রের শুটিং শুরুর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে টিভি সিরিয়ালের শুটিংয়ের বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। যেমন—করোনার কারণে আপাতত টিভি সিরিয়ালে ঘনিষ্ঠ কোনো দৃশ্যের শুটিং হবে না। চিত্রনাট্য থেকে চুম্বন ও ঘনিষ্ঠ দৃশ্য বাদ রাখার বিষয়ে প্রত্যেকে একমত হয়েছেন। তবে শিশু ও বয়স্করা শুটিংয়ে ফিরতে পারবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

আর্টিস্ট ফোরাম স্থানীয় একটি সংবাদমাধ্যমে জানান, তারা শিল্পীদের স্বাস্থ্যবীমার দাবি করেছেন। করোনায় মৃত্যু হলে কে দেবে ক্ষতিপূরণ? সেই প্রশ্নও তুলেছেন তারা। ক্ষতিপূরণ নিয়ে বৈঠকে আলোচনা হলেও সবাই একমত হতে পারেননি।

অন্যদিকে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, রেড জোনে কোনো শুটিং হবে না। শুটিংয়ের প্রথম দিন চিকিৎসক থাকবেন এবং প্রতিদিন থার্মাল গান নিয়ে পরীক্ষা হবে। মাস্ক পরা বাধ্যতামূলক। শুধু অভিনয়শিল্পীরা শুটিং চলাকালীন মাস্ক ছাড়া থাকতে পারেন, বাকি সময় তাদেরকেও মাস্ক পরে থাকতে হবে।

এছাড়া আরো কিছু বিষয়ে প্রস্তাবনা রেখেছেন সংগঠনের নেতৃবৃন্দ। এসব বিষয়ে আগামী ৪ জুন মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে বৈঠকে বসবে সংগঠনগুলো। তারপরই জানা যাবে ঠিক কবে থেকে শুটিং শুরু করছেন কলাকুশলীরা।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়