ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘শাকিবকে ৬০ লাখ টাকায় নেওয়ার প্রশ্নই আসে না’

প্রকাশিত: ১৩:২৫, ৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘শাকিবকে ৬০ লাখ টাকায় নেওয়ার প্রশ্নই আসে না’

শাকিব খান

জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। দীর্ঘ দিন ধরে ঢাকাই চলচ্চিত্রে শীর্ষে নিজের অবস্থান ধরে রেখেছেন। স্বাভাবিক কারণেই তার পারিশ্রমিকও সবার চেয়ে বেশি। বিভিন্ন সময় তার পারিশ্রমিকের অঙ্ক নিয়ে গুঞ্জন উঠেছে। গণমাধ্যম সূত্রে জানা যায়, শাকিব খান প্রতি চলচ্চিত্রে ৬০ লাখ টাকা পারিশ্রমিক নেন। যদিও এর সত্যতা জানা যায়নি।

করোনার কারণে অন্যদের মতো শাকিব খানও বেকার। তাইতো ‘শত্রুর’ সঙ্গে সন্ধি করছেন শাকিব। শুধু তাই নয়, কম পারিশ্রমিকেও কাজ করবেন বলে খবর চাউর হয়েছে। পারিশ্রমিক কত নিবেন তা না জানালেও প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিতব্য চলচ্চিত্রে কাজ করবেন বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান।

সেলিম খান রাইজিংবিডিকে বলেন, ‘সিনেমা বানাবো। ঈদের দিন শাকিব ফোন করেছিল। সিনেমা নিয়ে কথা হয়েছে। তবে এখনো ফাইনাল নয়।’

পারিশ্রমিক প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন এক কোটি টাকার বেশি দিয়ে সিনেমা বানালে লোকসান হবে। সবার বাজেট কমাতে হবে। শাকিবকে ৬০ লাখ টাকায় নেওয়ার প্রশ্নই আসে না। পারিশ্রমিক অনেক কমাতে হবে।’

সেলিম খানের পুত্র চিত্রনায়ক শান্ত খান রাইজিংবিডিকে বলেন, ‘শাকিব ভাই আমাদের প্রোডাকশনে কাজ করবেন হয়তো। কথা হচ্ছে। কত কি পারিশ্রমিক তা এখনো বলতে পারছি না।’

চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন উঠেছে, শাকিব খান করোনার এই সময়ে ৬০ লাখ থেকে নেমে ১৫ লাখ টাকায় কাজ করতে সম্মতি দিয়েছেন। শাকিবের পারিশ্রমিক কমানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন চলচ্চিত্র বোদ্ধারা। তাদের ভাষ্যমতে—দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে সিনেমার কাজ হচ্ছে না। শীর্ষে থাকা শাকিব খানের এমন সিদ্ধান্ত প্রশংসার দাবিদার।

২০১৬ সালে শাকিব খান আপত্তিকর বিভিন্ন মন্তব্য করে চলচ্চিত্র পরিবারের রোষাণলে পড়েন। তখন চলচ্চিত্র পরিবার বয়কট করেন শাকিব খানকে। তাকে নিয়ে সিনেমা নির্মাণ করাও বন্ধ করে দেন চলচ্চিত্র পরিচালক সমিতি। বিপাকে পড়েন শাকিব খান। ঠিক তখন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান তাকে নিয়ে কয়েকটি সিনেমার কাজ শুরু করেন।

বলা চলে, সাহসী হয়ে শাকিব খানের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এই প্রযোজক। শাকিবকে নিয়ে বেশ কিছু সিনেমা প্রযোজনা করেন তিনি। এরপর শিডিউল জটিলতাসহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের সম্পর্কে ভাটা পড়ে। সাত দিনের আল্টিমেটামও দেন সেলিম খান। করোনার কারণে কাজহীন শাকিব এখন এই প্রযোজনা প্রতিষ্ঠানের কাজ করবেন, তা শুধু সময়ের দাবি। এমনটাই বলছেন বিশ্বস্ত একটি সূত্র।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়