ঢাকা     শনিবার   ১৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

বিশ্বকাপের গান ‘বিশ্বকাপে বিশ্ব মাতে’

রাশেদ শাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ৮ জুন ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বকাপের গান ‘বিশ্বকাপে বিশ্ব মাতে’

‘বিশ্বকাপে বিশ্ব মাতে’ গানের চার কণ্ঠশিল্পী ইমরান, রন্টি দাশ, কিশোর ও পূজা

রাশেদ শাওন : ফুটবল বিশ্বকাপ এলেই মাতে বিশ্ব। এটাই সত্য। কেননা ফুটবল বিশ্বকাপ শুধুই একটি টুর্নামেন্টই নয়, এর মহত্ত্ব লুকিয়ে আছে বিশ্বভ্রাতৃত্বে, সৌহার্দ্যে। বিশ্বকাপ মানে এক মিলনমেলা। সেই মেলায় নেই সাদা-কালোর ভেদাভেদ। নেই ধনী-গরিবের ব্যবধান। সারা বিশ্বই মিলেমিশে হয়ে ওঠে একটি গ্রাম। ফিফা ওয়ার্ল্ডকাপ-২০১৪ উপলক্ষে নির্মিত ‘বিশ্বকাপে বিশ্ব মাতে’ শিরোনামের নতুন গানে এই কথাগুলোই যেন বলতে চেয়েছেন গীতিকার মাহবুবুল এ খালিদ। আর সেই কথাগুলোকে সুরে বেঁধেছেন রোমান ও কিশোর দাশ। গানটি গেয়েছেন ইমরান, পূজা, কিশোর ও রন্টি দাশ।

গানটি সম্পর্কে মিউজিশিয়ান রোমান রাইজিংবিডিকে বললেন, ‘‘মে মাসের তৃতীয় সপ্তাহ জুড়ে আমরা গানটির কাজ করেছি। সোলস ব্যান্ডের কি-বোর্ড বাদক মাসুমের স্টুডিও ‘গায়েন বাড়ি’তে এর ইনস্ট্রুমেন্টাল রেকর্ড হয়েছে। এরপর কিশোরের স্টুডিও ‘কম্পোজ স্ট্যান্ড’- এ পারকেশন, রিদমসহ মিউজিক অ্যারেঞ্জমেন্টের অন্য কাজগুলো করা হয়েছে। মিউজিকের কাজ শেষে শিল্পীদের কণ্ঠ ধারণ করা হয়েছে ‘বাজনা’ স্টুডিওতে। এই গানের মিক্সিং ও মাস্টারিং করেছেন সাউন্ড ইঞ্জিনিয়ার পলাশ। গানটি নির্মাণ শেষে মামুন এর একটি মিউজিক ভিডিও করেছেন।’’

রোমান বলেন, ‘দেশে এবারের বিশ্বকাপ নিয়ে আমরাই প্রথম কোনো গান তৈরি করেছি। এরপর এখন অনেকেই ফুটবল বিশ্বকাপ নিয়ে গান করছেন। তবে আমাদের গানটি দারুণ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। শ্রোতারা দারুণভাবে গ্রহণ করেছেন। আমার ধারণা, বিশ্বকাপ চলাকালে গানটি লোকের মুখে মুখে ফিরবে।’

গানটির অন্যতম সুরকার ও কণ্ঠশিল্পী কিশোর রাইজিংবিডিকে বলেন, ‘এর আগে গীতিকার মাহবুবুল এ খালিদের অনেক গান গেয়েছি। আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহার মতো বিখ্যাত সংগীত পরিচালক তার লেখা গানে সুর ও সংগীতায়োজন করেছেন। আমি সেগুলোতে কণ্ঠ দিয়েছি। তবে এবারই প্রথম তার লেখা কোনো গানের সুর ও সংগীত করেছি। গানের কথাগুলো অসাধারণ! এরই মধ্যে এটি দারুণ সাড়া ফেলেছে।’

সাম্বার দেশে এবার বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। তাই সেই অঞ্চলের সুরকে গানে ধরার চেষ্টা করেছেন কিশোর ও রোমান।
 
এদিকে আর মাত্র চার দিন পরেই শুরু হবে ফুটবলের মহারণ। তার অংশ হতে প্রস্তুত গোটা দুনিয়া। প্রস্তুত বাংলাদেশও। ছাদে, বাড়িতে, বিপণিবিতানে, গ্রামেগঞ্জে, অজপাড়াগাঁয়েও উড়ছে নানান দেশের পতাকা। সবাই প্রিয় দলের, প্রিয় খেলোয়াড়ের নাম-লেখা জার্সি কিনছেন। এই উন্মাদনাকে আরো বাড়িয়ে দিতেই এই গান। সম্প্রতি তৈরি হওয়া এ গান ছড়িয়ে পড়েছে ইউটিউব ও ফেসবুকে। শ্রোতারাও গ্রহণ করেছেন বিপুল আগ্রহে।

ইউটিউবে ‘বিশ্বকাপে বিশ্ব মাতে’ গানের লিংকে গিয়ে দেখা গেছে, সম্প্রতি আপলোড করা এ মিউজিক ভিডিওটি এরই মধ্যে দেখা হয়েছে প্রায় সাড়ে ৬ হাজার বার। অনেকেই গানটি সম্পর্কে ভালো বলে মন্তব্যও করেছেন। এ ছাড়া ফেসবুকে গানটিতে লাইক পড়েছে কয়েক হাজার। সব মিলিয়ে ‘বিশ্বকাপে বিশ্ব মাতে’ গানটি তরুণদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

গানের কথা :
বিশ্বকাপে বিশ্ব মাতে
আনন্দ বইছে ঘরে ঘরে।।
দেখে যাও আজ বিশ্ববাসী
সব পতাকা উড়ছে থরে থরে।।

বিশ্বমানব মিলেছে আজ
এক পতাকা তলে
সাদা-কালো সবাই মিলে
খেলছে হেলেদুলে।।

সব মান-অভিমান ফেলে চলো যাই
দেশ মহাদেশ ভুলে
এসো সবাই মিলে ভালো বলি
যে খেলে ভালো রে।।

বিশ্ব আজি একটা গ্রাম
একই মাঠে খেলে
ধনী-গরিব সব ভেদাভেদ
আজ গেছে রে ভুলে।।

বিশ্বকাপে বিশ্ব খেলা
চলছে মহামিলনমেলা
দূর হয়েছে কালো মেঘ
সাদা মেঘ উড়ছে সারে সারে।।


রাইজিংবিডি/ঢাকা/৮ জুন ২০১৪/শান্ত/রাশেদ শাওন/কমল কর্মকার/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়