ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অসীম হিমেলের নতুন উপন্যাস ‘জোছ্নায় নীল আকাশ’

রফিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৪, ২৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অসীম হিমেলের নতুন উপন্যাস ‘জোছ্নায় নীল আকাশ’

এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে অসীম হিমেলের উপন্যাস ‘জোছনায় নীল আকাশ’।

এটি ভালোবাসার উপন্যাস। দুইটি গল্প নিয়ে একটি উপন্যাস তৈরি করা হয়েছে। আর এই গল্প দুটি সেই সময়কে কেন্দ্র করে লেখা হয়েছে যখন ভালোবাসার খোঁজে আকুল হয়ে থাকতো মানুষের মন।

আজ থেকে ২০ বছর আগে যখন হাতে হাতে মোবাইল ফোন না থাকলেও, ছিল মানুষের মাঝে চিঠি লেখার প্রবণতা। চিঠি লিখে ভালোবাসা প্রকাশ করতো প্রিয়জনের কাছে। বর্তমান সময়ের মতো মনের ভাব সহজেই বলা যেত না।

গ্রন্থটি প্রকাশ করেছে প্রসিদ্ধ পাবলিশার্স। এটির প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ। বইটির মূল‌্য নির্ধারণ করা হয়েছে ২৪০ টাকা। অমর একুশে গ্রন্থমেলার ৭৪৭ নম্বর স্টলে ও চট্টগ্রামের ১৪৭ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

অসীম হিমেল ১৯৮১ সালে ৫ নভেম্বর গাজীপুরের কালীগঞ্জে জন্মগ্রহণ করেন।  তিনি একজন চিকিৎসক।  জাতীয় অর্থোপেডিক হাসপাতালে তিনি কর্মরত।

‘মধ্য রাতের অভিযান’ নামে আরো একটি গল্পগ্রন্থ রয়েছে তার। ২০১৯ সালের অমর একুশে বইমেলায় একই প্রকাশনী থেকে বইটি প্রকাশ করা হয়েছিল। সেটিও পাওয়া যাচ্ছে বইমেলায়।

 

ঢাকা/রফিক/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়