ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘পোশাকের মতো বইয়ের প্রচ্ছদও গুরুত্বপূর্ণ’ (ভিডিও)

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৯, ২৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘পোশাকের মতো বইয়ের প্রচ্ছদও গুরুত্বপূর্ণ’ (ভিডিও)

চলছে অমর একুশে গ্রন্থমেলা-২০২০। ভাষা আন্দোলনের মাসে বিশেষ এই আয়োজনের জন্য সারা বছর অপেক্ষায় থাকেন বইপ্রেমীরা। মেলায় জমে কবি-সাহিত্যিকদের আড্ডা। পাশাপাশি বই কিনতে ভিড় করেন সাধারণ মানুষ। সবমিলিয়ে বইমেলা হয়ে ওঠে লেখক-পাঠকদের মিলনমেলা।

যে বইকে কেন্দ্র করে এই মিলনমেলা বসেছে। এসব বইয়ের প্রচ্ছদ এঁকে থাকেন একজন প্রচ্ছদশিল্পী। এবারের বইমেলায় অসংখ্য বইয়ের প্রচ্ছদ এঁকেছেন প্রচ্ছদশিল্পী চারু পিন্টু। বইমেলা উপলক্ষে এই শিল্পীর সঙ্গে কথা বলেছেন  রাইজিংবিডির এই প্রতিবেদক।

চারু পিন্টু বলেন, ‘মানুষের যেমন পোশাক গুরুত্বপূর্ণ তেমনি বইয়ের জন্য প্রচ্ছদ গুরুত্বপূর্ণ। কারণ যতই আমরা শিল্প শিল্প করি না কেন, সর্বশেষ বইয়ের বাণিজ্যিক একটা ব্যাপার থাকে। একজন পাঠক প্রথমে বই ধরার পর ভালো লাগা না লাগার ডিসিশন তার। যে কারণে আমার মনে হয়, বইয়ের প্রচ্ছদ অনেক গুরুত্বপূর্ণ।’

এপার ওপার বাংলা মিলিয়ে প্রায় হাজার খানেক প্রচ্ছদ এঁকেছেন চারু পিন্টু। প্রচ্ছদ আঁকার ক্ষেত্রে বইয়ের ভাববস্তু অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু এত সংখ্যক প্রচ্ছদ আঁকার সময় বই পড়ার সময় পান কিনা? এমন প্রশ্নের উত্তরে চারু পিন্টু বলেন, ‘এপার ওপার বাংলা মিলিয়ে ত্রিশটি প্রকাশনীর সঙ্গে কাজ করেছি। সারা বছরই তো প্রচ্ছদের কাজ আসে। প্রথম দিকে যেগুলোর কাজ আসে সেগুলো পড়ার সময় পাওয়া যায়। কিন্তু শেষের দিকে অনেক ব্যস্ততার ভেতর দিয়ে যেতে হয়। তখন তো ৩০০ পৃষ্টার একটি উপন্যাস পড়ার সময় হয়ে উঠে না। এক্ষেত্রে বইয়ের সার সংক্ষেপ পড়ি। সেটাও সম্ভব না হলে লেখকের সঙ্গে পটভূমির বিষয়ে আলোচনা করি।’

দেখুন ভিডিও:

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়