ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

এক বাড়িতে আদরে আছে 'করোনা' ও 'কোভিড’

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৭, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক বাড়িতে আদরে আছে 'করোনা' ও 'কোভিড’

করোনাভাইরাসের সংক্রম‌ণে  প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে মানুষ। এই মহামা‌রি বিশ্বজু‌ড়ে আতঙ্ক তৈ‌রি ক‌রে‌ছে। চলমান এই আত‌ঙ্কের ম‌ধ্যেই পাওয়া গেল ব্য‌তিক্রম এক খবর। যমজ দুই নবজাতকের নাম রাখা হ‌য়ে‌ছে 'করোনা' ও 'কোভিড’। 

ভারতীয় এক দম্পতি লকডাউন চলাকালে যমজ সন্তা‌নের বাবা মা হন। তারা মেয়ে শিশুর নাম ‘করোনা’ এবং ছেলে শিশুর নাম রেখেছেন ‘কোভিড’।

দুনিয়াজুড়ে এখন বহুল ব্যবহৃত এ শব্দ দুটো মানুষের মনে ভয়ের সৃষ্টি করলেও ছত্তিশগড়ের রায়পুরের ওই দম্পতি সন্তানের এমন নাম আন‌ন্দের স‌ঙ্গেই রে‌খে‌ছেন।

দেশটির একটি সরকারি হাসপাতালে ২৭ মার্চ গভীর রাতে এ যমজ সন্তানের জন্ম নেওয়াকে কেন্দ্র করে ওই দম্পতির বেশ ঝামেলা পোহাতে হয়েছে। লকডাউন চল‌ছিল বিধায় তারা বাসা থে‌কে বের হ‌তে পার‌ছি‌লেন না। কো‌নো হাসপাতালও এ সময় রোগী‌কে  ভ‌র্তি নি‌তে চাই‌ছিল না নিরাপত্তার কথা ভে‌বে। ডাক্তারও ছিল কম। সেই রা‌তের ঘটনা স্মরণীয় ক‌রে রাখতেই তারা এমন নাম রে‌খে‌ছেন ব‌লে ভারতীয় এক‌টি সংবাদ মাধ্যম জা‌নি‌য়ে‌ছে। 


ঢাকা/নাসিম/তারা 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়