ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শোক দিবসে বঙ্গবন্ধু মেডিক্যালে বিনামূল্যে চিকিৎসা

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ১৪ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শোক দিবসে বঙ্গবন্ধু মেডিক্যালে বিনামূল্যে চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হবে।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ দিন রোগীদের কয়েকটি রুটিন পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শ বিনামূল্যে প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার জানান, বহির্বিভাগে সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত এ সেবা দেয়া হবে।

বিশেষজ্ঞ চিকিৎসাসেবা এবং ইনভেস্টিগেশনে ৫৩ জন অধ্যাপক, ৪৯ জন সহযোগী অধ্যাপক, ২৪ জন সহকারী অধ্যাপক, ১১ জন কনসালটেন্ট, ১২৫ জন মেডিক্যাল অফিসার ও রেসিডেন্ট চিকিৎসক, ৫৫ জন নার্স, ৫ জন টেকনোলজিস্ট এ কাজে নিয়োজিত থাকবেন। রোগীদের পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত ৫টি বিভাগের ১০০ জনসহ সর্বমোট ৫০০ জনবল অংশগ্রহণ করবে বলে জানান প্রশান্ত কুমার মজুমদার।

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ আগস্ট ২০১৯/সাওন/নবীন হোসেন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়