ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লাখ টাকার অপারেশন বিনামূল্যে

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৮, ১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লাখ টাকার অপারেশন বিনামূল্যে

নিজস্ব প্রতিবেদক : শ্রবণ প্রতিবন্ধী শিশুদের কথা শেখানো ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি বিনামূল্যে করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি করা সম্পূর্ণ শ্রবণ প্রতিবন্ধী শিশুদের কথা শেখানো ও স্বাভাবিক জীবনে ফেরাতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট হেবিলিটেশন কর্মশালায় ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. মো শহীদুল্লাহ সিকদার এ কথা বলেন।

ডা. মো. শহীদুল্লাহ সিকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের সফল আজকের উন্নয়নশীল বাংলাদেশ। মধ্যম আয়ের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। বিশ্ববিদ্যালয়ের প্রতি প্রধানমন্ত্রীর সুনজর রয়েছে। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষা, গবেষণা ও চিকিৎসা সেবা কার্যক্রম অনেক দূর এগিয়েছে। জটিল জটিল রোগের সফল চিকিৎসা সেবা দেয়া সম্ভব হচ্ছে। নতুন নতুন বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে। কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারির মতো লাখ লাখ টাকার ব্যয়বহুল চিকিৎসা সেবা বিনামূল্যে সম্ভব হয়েছে।

কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রকল্পের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল হাসনাত জোয়ারদারের সভাপতিত্ব কর্মশালায় আরো বক্তব্য দেন নাক কান গলা বিভাগের চেযারম্যান অধ্যাপক ডা. মো. বেলায়েত হোসেন সিদ্দিকী, ফরেন ফ্যাকাল্টি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের ভাষা বিশেষজ্ঞ জামশেদ ডাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাক কান গলা বিভাগের অধ্যাপক ডা. নাসিমা আখতার।


রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টেম্বর ২০১৯/নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়