ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৮৬৫ জন

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৮৬৫ জন

নিজস্ব প্রতিবেদক : রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত সারা দেশে ৮৬৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৬৫ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ১৮৫ জন। তাদের মধ্যে ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৯৬ জন এবং ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন ৫৫৬ জন।   ঢাকার বাইরে ৪৬৯ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং হাসপাতাল ছেড়েছেন ৬২৯ জন।

বর্তমানে সারা দেশে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী রয়েছেন ৩ হাজার ৯৩১ জন।   তাদের মধ্য ঢাকার হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ২ হাজার ১৭৭ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ১ হাজার ৭৫৪ জন।


রাইজিংবিডি/ঢাকা/২ সেপ্টেম্বর ২০১৯/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়