ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

১৫ দিনে ৫ হাজার কিট দেবে গণস্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
১৫ দিনে ৫ হাজার কিট দেবে গণস্বাস্থ্য

অনুমতি পেলে ১৫ দিনের মধ্যে ৫ হাজার কিট দেবে গণস্বাস্থ্য কেন্দ্র।

শনিবার (৪ জুলাই) জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে রোববার ঔষধ প্রশাসনের সাথে কিট আলোচনা করার কথা রয়েছে। এ সম্পর্কে জানতে চাইলে তিনি আমাকে বলেন, ‘ড্রাগ অধিদপ্তরের মহাপরিচালক আগামীকাল জিকের অ্যান্টিবডি কিটের তথ্য উপাত্ত জানতে জিকে কর্মকর্তাদের ডেকেছেন।’

শনিবার (৪ জুলাই) দুপুরে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আগামীকাল ডিজিডিএ যদি আমাদের কিটের অনুমতি দেয়, আমরা জনগণের জন্য ১৫ দিনের মধ্যে ৫০০০ অ্যান্টিবডি কিট তৈরি করবো।’

তিনি বলেন, জিকে গবেষকরা এরই মধ্যে ডিজিডিএর নির্দেশিকা বজায় রাখার জন্য জিকের অ্যান্টিবডি কিট আপডেট করেছে।  ডিজিডিএ তাদের বৈজ্ঞানিক নথি উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানিয়েছে।

কিট উন্নয়ন দলের প্রধান বিজ্ঞানী বিজন কুমার শিল বলেন, কিটের সংবেদনশীলতা আরও বৃদ্ধি করা হয়েছে।  এখন এটিকে আরও দক্ষতার সাথে শনাক্ত করতে পারে।


সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়