ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কেরালায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪২

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৪, ১০ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কেরালায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪২ এ দাঁড়িয়েছে। শনিবার ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

এর আগে শুক্রবার জানানো হয়েছিল, বন্যায় রাজ্যে ২২ জনের মৃত্যু হয়েছে।

কোজিকোন ও মালাপ্পুরম জেলায়  মারা গেছে ২২ জন। এছাড়া গত ৮ আগস্ট থেকে শুরু হওয়া অতিবর্ষণজনিত বন্যায় ওয়েইনাড়ে মৃতের সংখ্যা বেড়ে আটে দাঁড়িয়েছে। এক লাখেরও বেশি লোককে রাজ্যজুড়ে ৯৮৮টি ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। সবচেয়ে বাজে অবস্থা রাজ্যের ওয়েইনাড় জেলায়। এখানে গৃহহীন হয়ে পড়েছে ২৪ হাজার ৯৯০ জন মানুষ।

ভারতের আবহাওয়া বিভাগ শুক্রবার পূর্বাভাসে জানিয়েছে, ওয়েইনাড়, ইদুক্কি, মালাপ্পুরম ও কোঝিকোড়সহ ৯টি জেলায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এসব জেলায় প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শনিবার পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪২ এ দাঁড়িয়েছে। কিছু কিছু এলাকায় বন্যার পানি নামতে শুরু করেছে।


রাইজিংবিডি/ঢাকা/১০ আগস্ট ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়