ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ডিফেন্স চিফ অব স্টাফ নিয়োগ দিচ্ছে ভারত

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৪, ১৫ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিফেন্স চিফ অব স্টাফ নিয়োগ দিচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ডিফেন্স চিফ অব স্টাফ নিয়োগ করতে যাচ্ছে ভারত। ৭৩তম স্বাধীনতা দিবসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন।

মোদি বলেছেন, ‘আমাদের সেনারা ভারতের গর্ব। বাহিনীগুলোর মধ্যে আরো তীক্ষ্ম সমন্বয়ের জন্য এই লালকেল্লা থেকে আমি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা দিতে যাচ্ছি। ভারত ডিফেন্স চিফ অব স্টাফ পেতে যাচ্ছে-সিডিএস। এটি বাহিনীগুলোকে আরো কার্যকর করে তুলবে।’

সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান এবং বিশেষ কর্মকর্তাদের বাছাই করে গড়ে তোলা হবে একটি বিশেষ দল, যার শীর্ষ পদাধিকারই হলেন ডিফেন্স চিফ অফ স্টাফ। চার তারকার এই জেনারেল হচ্ছেন সেনাবাহিনী ও প্রধানমন্ত্রীর মধ্যে যোগাযোগের একক বিন্দু।

মার্কিন সেনাবাহিনীতে এই চিফ অফ ডিফেন্স স্টাফের উপস্থিতি রয়েছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বাছাই করা একাধিক পদস্থ কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি দলের শীর্ষে থাকেন চিফ অফ স্টাফ।

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ আগস্ট ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়