ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কাশ্মীর নিয়ে ট্রাম্পকে ইমরান খানের ফোন

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩২, ১৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাশ্মীর নিয়ে ট্রাম্পকে ইমরান খানের ফোন

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কাশ্মীর নিয়ে ‘একান্ত আলোচনা’ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শুক্রবার হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, আলোচনায় নয়া দিল্লি ও ইসলামাবাদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে উত্তেজনা প্রশমনে গুরুত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

গত ৪ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। যে কোনো ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে কাশ্মীরে কড়াকড়ি আরোপ করে কেন্দ্র। কাশ্মীর ইস্যুটি নিয়ে পাকিস্তান ও চীনের অনুরোধে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠকও হয়েছে। তবে বৈঠকের ফলাফল ছিল শূন্য।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, শুক্রবার টেলিফোনে আলোচনায় কাশ্মীর নিয়ে যোগাযোগ রেখে চলার বিষয়ে একমত হয়েছেন ট্রাম্প ও ইমরান। কাশ্মীর পরিস্থিতি আঞ্চলিক শান্তি ভঙ্গ করতে পারে বলেও মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী।

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ আগস্ট ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ