ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি তালেবানের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৫, ১৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি তালেবানের হুমকি

প্রেসিডেন্ট নির্বাচনের  দিন ভোটেকেন্দ্রে না যাওয়ার জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য শিক্ষাকর্মীদের দায়িত্ব পালন না করতে হুঁশিয়ারি দিয়েছে আফগান তালেবান। তালেবানের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে বুধবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

এতে বলা হয়েছে, ‘নির্বাচক আয়োজকদের আপনার স্কুল ও প্রতিষ্ঠানকে নির্বাচনী কেন্দ্র বানাতে দেবেননা এবং শিক্ষক ও শিক্ষার্থীদের নির্বাচনী কর্মী হিসেবে কাজ করা উচিৎ নয়। আমরা বেসামরিক নাগরিক, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রাণহানি ও  আর্থিক ক্ষতির কারণ হতে চাই না।’

আর ১০ দিন পর আফগানিস্তানে ২০০১ সালে তালেবান উৎখাতের পর চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। দেশটির প্রতি ১০টি নির্বাচনী কেন্দ্রের সাতটি হচ্ছে স্কুল অথবা বিশ্ববিদ্যালয়। তালেবান বরাবরের মতো নির্বাচন বর্জন করেছে। এরই মধ্যে মঙ্গলবার প্রেসিডেন্ট আশরাফ ঘানির নির্বাচনী সমাবেশসহ দুটি স্থানে আত্মঘাতী হামলা চালিয়েছে তালেবান। হামলায় নিহত হয়েছে অন্তত ৫০ জন।

এদিকে ঘানি সরকারের এক মুখপাত্র বলেছেন,‘আমরা পূর্বঘোষিত তারিখেই নির্বাচন অনুষ্ঠান করতে প্রতিশ্রুতিবদ্ধ। তালেবানের এ ধরনের হামলা নির্বাচন অনুষ্ঠান থেকে আমাদের ফেরাতে পারবে না।’

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়