ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সৌদিতে হামলা বন্ধের ঘোষণা হুতিদের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০১, ২১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৌদিতে হামলা বন্ধের ঘোষণা হুতিদের

সৌদি আরবে যে কোনো ধরণের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সৌদি আরবের দুটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালানোর এক সপ্তাহ পর শুক্রবার এ ঘোষণা দিলো হুতিরা।

১৪ সেপ্টেম্বর সৌদি রাষ্ট্রীয় খাতের প্রতিষ্ঠান আরামকো পরিচালিত দুটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয়। এই হামলার কারণে অপরিশোধিত তেল উৎপাদন দৈনিক ৫৭ লাখ ব্যারেল হ্রাস পায়। হামলার পরপর হুতি বিদ্রোহীরা এর দায় স্বীকার করে। তবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব এর জন্য ইরানকে দায়ী করে আসছে।

হুতিদের রাজনৈতিক কাউন্সিলের প্রধান মাহদি আল মাশাত টেলিভিশনে প্রচারিত ভাষণে বলেছেন, তারা সৌদি আরবের কাছ থেকে ইতিবাচক পদক্ষেপের অপেক্ষায় আছেন।

ইয়েমেনের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের চলমান যুদ্ধ অবসানের প্রথম পদক্ষেপ হিসেবে হুতিদের এই ঘোষণাকে দেখা হচ্ছে। তবে এ ব্যাপারে সৌদি জোটের প্রতিক্রিয়া এখনো জানা যায় নি।

চার বছরেরও বেশি সময় ধরে ইয়েমেনের হুতিদের ওপর হামলা চালাচ্ছে সৌদি জোট। এই সংঘর্ষে এ পর্যন্ত কয়েক লাখ লোক নিহত হয়েছে। সংঘাতের কারণে ইয়েমেনে সৃষ্ট বিপর্যয়কে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় বলে উল্লেখ করেছে জাতিসংঘ।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়