ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ইউক্রেনে বিমান বিধ্বস্ত, নিহত ৫

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ৪ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইউক্রেনে বিমান বিধ্বস্ত, নিহত ৫

ইউক্রেনে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় লভিভ বিমানবন্দরের কাছে শুক্রবার বিমানটি বিধ্বস্ত হয়।

জানা যায়, এক স্থান থেকে অন্য স্থানে পণ্য বা মালামাল সরবরাহে অ্যান্তোনোভ-১২ নামের সামরিক উড়োজাহাজটি ব্যবহৃত হতো। ইউক্রেন এয়ার অ্যালাইয়ান্সের ওই বিমানটির জ্বালানি শেষ হয়ে যাওয়ায় এটি বিমানবন্দরে অবতরণের আগেই বিধ্বস্ত হয়।

দেশটির জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটিতে সাত ক্রু এবং একজন যাত্রী ছিলেন। তারা মালামাল বহন করছিলেন। তবে ঐ বিমানে করে কী ধরনের মালামাল বহন করা হচ্ছিল তা জানা যায়নি।

ইউক্রেনের ইউনিয়ান নিউজ এজেন্সি জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বিমানটি একটি সামরিক কার্গো বিমান ছিল। এটি লভিভ বিমানবন্দরে জ্বালানি নেয়ার জন্য অবতরণ করার আগেই বিধ্বস্ত হয়।

চার ইঞ্জিন বিশিষ্ট বিমানটি স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ১০ মিনিটে রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এটি বিমানবন্দর থেকে দেড় কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়।


ঢাকা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়