ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

অবিবাহিত নারী-পুরুষকে একসঙ্গে হোটেলে থাকতে দিচ্ছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪০, ৫ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অবিবাহিত নারী-পুরুষকে একসঙ্গে হোটেলে থাকতে দিচ্ছে সৌদি

সম্পর্কের প্রমাণ ছাড়াই বিদেশি নারী ও পুরুষদের একসঙ্গে হোটেলে থাকার অনুমতি দিচ্ছে সৌদি আরব। রক্ষণশীল মুসলিম দেশটি সম্প্রতি পর্যটন ভিসা চালু করার পর এ উদ্যোগ নিলো বলে শুক্রবার জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সৌদি নারীদেরও একাকী হোটেল কক্ষ ভাড়া নেওয়ার সুযোগ দিচ্ছে দেশটির সরকার। এর আগে স্থানীয় নারীরা নিজেরা কোনো হোটেল কক্ষ ভাড়া নিতে পারতেন না।

সৌদি আরবে বিবাহ বর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ। তবে দেশটির সরকারের নতুন এই সিদ্ধান্তের ফলে এখন থেকে সঙ্গীবিহীন নারীরা সৌদি ভ্রমণ করতে পারবেন। এছাড়া অবিবাহিত বিদেশি নারী ও পুরুষ পর্যটক একসঙ্গে হোটেল কক্ষে থাকতে পারবেন।

সৌদির জাতীয় ঐতিহ্য ও পর্যটন কমিশন শুক্রবার আরবি সংবাদমাধ্যম ওকাজকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

সংস্থাটি বলেছে, ‘হোটেলে ওঠার সময় সব সৌদি নাগরিককে পারিবারিক পরিচয়পত্র অথবা সম্পর্কের প্রমাণ দেখাতে বলা হচ্ছে। বিদেশি পর্যটকদের জন্য এর প্রয়োজন নেই। সৌদি নারীসহ সব নারী পরিচয়পত্র দেখানো সাপেক্ষে একাকী হোটেল বুক করতে ও থাকতে পারবেন।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়