ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বুরকিনা ফাসোর মসজিদে হামলা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫১, ১৩ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বুরকিনা ফাসোর মসজিদে হামলা, নিহত ১৫

বুরকিনা ফাসোর একটি মসজিদে বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো দুজন। শুক্রবার বিকেলে দেশটির সালমোসি গ্রামের মসজিদে বন্দুকধারীরা এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

হামলার পরপর প্রতিবেশী দেশ মালির সীমান্তের কাছাকাছি গ্রামটির বাসিন্দারা পালিয়ে গেছে। কোনো গোষ্ঠী এখনো এই হামলার দায় স্বীকার করেনি।

কাছের শহর গোরোম-গোরোমের এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘শনিবার সকাল থেকে লোকজন এলাকা ছেড়ে পালানো শুরু করেছে।’

তিনি জানান, সেনা মোতায়েনের পরও এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।

২০১৫ সাল থেকে বুরকিনা ফাসোতে জঙ্গি হামলার সংখ্যা বেড়েছে। হামলার কারণে দেশটির হাজার হাজার স্কুল বন্ধ হয়ে গেছে। ২০১২ সালে প্রতিবেশী মালির উত্তরাংশ জঙ্গিরা দখল করে নিলে সীমান্তবর্তী এলাকাগুলোতে হামলার সংখ্যা বাড়তে শুরু করে।

জাতিসংঘের শরণার্থী  বিষয়ক সংস্থা  জানিয়েছে, বুরকিনা ফাসোতে গত তিন মাসে আড়াই লাখেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।



ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়