ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘তারা ফেরেশতা নয়’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৪, ১৭ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘তারা ফেরেশতা নয়’

সাবেক মিত্র সিরিয়ার কুর্দিদের কাছ থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুর্দিদের বিরুদ্ধে তুর্কি অভিযান প্রসঙ্গে নিজের অবস্থান ব্যক্ত করে ট্রাম্প বলেছেন, সিরিয়া ‘আমাদের সীমান্ত নয়’। শুধু তাই নয়, কুর্দিদের প্রসঙ্গে তিনি বলেছেন, তারা ‘ফেরেশতা নয়।’

সম্প্রতি সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। সমালোচকদের মতে, এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট কুর্দিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে তুরস্ককে সবুজ সংকেত দিয়েছেন। সিরিয়ার উত্তর-পূর্ব সীমান্তে কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক। কুর্দি ও তুর্কি বাহিনীর মধ্যে এ যাবৎকালের সবচেয়ে রক্তক্ষয়ী লড়াই বলা হচ্ছে একে। এ পর্যন্ত লড়াইয়ে শতাধিক কুর্দি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে তুরস্ক।

বুধবার ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো ‘পুলিশি সংস্থা নয়।’

মার্কিন সেনা প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এখন আমাদের বাড়ি ফেরার সময়।’

সিরিয়ায় তুর্কি অভিযান সম্পর্কে ট্রাম্প বলেন, ‘সীমান্তে তাদের সমস্যা দেখা দিয়েছে। এটা আমাদের সীমান্ত নয়। এটা নিয়ে আমাদের প্রাণহানি ঘটানো উচিৎ নয়।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা নজর রাখছি, আলোচনা করছি এবং তুরস্ক যাতে সঠিক কাজটি করে সেজন্য আমরা চেষ্টা করছি। কারণ আমার শেষ পর্যন্ত যুদ্ধ এড়াতে চাই।’

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়