ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আইএস নেতা বাগদাদির বোন আটক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ৫ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইএস নেতা বাগদাদির বোন আটক

মার্কিন অভিযানে নিহত ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল বাগদাদির বোনকে আটক করেছে তুরস্ক। উত্তর-পশ্চিম সিরিয়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে দেশটির এক কর্মকর্তা দাবি করেছেন।

সোমবার ওই কর্মকর্তা জানিয়েছেন, ৬৫ বছর বয়সী রেসমিয়া আওয়াদকে তার স্বামী,ছেলের বউ ও পাঁচ সন্তানসহ আটক করা হয়েছে। আলেপ্পো প্রদেশের আজাজ শহরের কাছে তারা বাস করতেন। রেসমিয়া আওয়াদ, তার স্বামী ও ছেলের বউকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘এ ধরনের বিষয় গোয়েন্দাদের কাছে স্বর্ণখনির মতো। আইএস সম্পর্কে তার জানা তথ্য আমাদের তথ্যের পরিসরকে আরো বৃদ্ধি করবে এবং আরো বেশি সংখ্যক মন্দ লোককে আটক করতে সাহায্য করবে।’

গত মাসে সিরিয়ার তুরস্ক সীমান্তবর্তী এলাকায় মার্কিন অভিযানের মুখে বোমার বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হন বাগদাদি। এ সময় তার দুই ছেলেও নিহত হয়।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়