ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বুরকিনা ফাসোয় খনি কর্মীদের ওপর হামলায় নিহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৭, ৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বুরকিনা ফাসোয় খনি কর্মীদের ওপর হামলায় নিহত ৩৭

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় একটি সোনার খনির কর্মীদের বহনকারী গাড়িবহরে হামলায় ৩৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় ৬০ জনেরও বেশি আহত হয়েছে বলে বুধবার দেশটির এক আঞ্চলিক কর্মকর্তা জানিয়েছেন।

ওই সোনার খনিটি পরিচালনা করে কানাডীয় প্রতিষ্ঠান সেমাফো। গত ১৫ মাসে এ নিয়ে তৃতীয়বার হামলার শিকার হলো প্রতিষ্ঠানটি।

ইস্ট রিজিওনের গভর্নর সাইদো সানো এক বিবৃতিতে জানিয়েছেন, বুধবার সকালে ‘অজ্ঞাতনামা অস্ত্রধারী ব্যক্তিরা’ এই হামলা চালিয়েছে।

সেমাফো এক বিবৃতিতে জানিয়েছে, বোউনগৌ খনি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে সামরিক পাহারায় পাঁচটি বাসে করে কর্মীদের নিয়ে যাওয়া হচ্ছিল। ওই সময় এই হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে।

বুরকিনা ফাসোতে দুটি খনি পরিচালনা করছে সেমাফো। গত বছর প্রতিষ্ঠানটি দুটি হামলার শিকার হয়। এসব হামলার জন্য ‘সশস্ত্র ডাকাতদের’ দায়ী করছে প্রতিষ্ঠানটি।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়