ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মিয়ানমারের বিরুদ্ধে মামলায় কানাডার সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৫, ১২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিয়ানমারের বিরুদ্ধে মামলায় কানাডার সমর্থন

রোহিঙ্গা গণহত্যার জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়ার করা মামলার প্রতি সমর্থন জানিয়েছে  কানাডা। মঙ্গলবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এক বিবৃতিতে এ সমর্থনের কথা জানিয়েছেন।

সোমবার জাতিসংঘের সর্বোচ্চ আদালত নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে ওআইসিভুক্ত দেশ গাম্বিয়া।

ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড জানান, গাম্বিয়ার আইনি পদক্ষেপে কানাডা সহযোগিতা করবে।

তিনি বলেন,‘আন্তর্জাতিক আইনের আওতায় সবচেয়ে ভয়াবহ অপরাধ সংঘটনে অভিযুক্তদের দায়মুক্তি অবসানে কানাডা সমমনা অন্য দেশগুলোর সঙ্গে কাজ করবে, যাতে এই বর্বরকাণ্ডের পরিকল্পনাকারীদের দোষী সাব্যস্ত করে ক্ষতিগ্রস্ত ও বেঁচে যাওয়াদের বিচার প্রদানের মাধ্যমে মিয়ানমারে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা ও পুনর্মিলন ঘটানো যায়।’

২০১৭ সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান চালায় সেনাবাহিনী। প্রাণে বাঁচতে রোহিঙ্গারা বাংলাদেশে এসে আশ্রয় নিতে শুরু করে। এ পর্যন্ত সাত লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা, ধর্ষণ, জ্বালাও-পোড়াওয়ের ভয়াবহ বিবরণ তুলে ধরা হয়। এছাড়া রোহিঙ্গাদের ওপর এই নিপীড়নকে ‘জাতিগত নির্মূল অভিযান’ বলেও মন্তব্য করা হয়েছে প্রতিবেদনে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ