ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অদ্ভূত কারণে তাণ্ডব চালাচ্ছে ৮০ হাজার ভেড়া!

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩২, ১২ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অদ্ভূত কারণে তাণ্ডব চালাচ্ছে ৮০ হাজার ভেড়া!

আয়ারল্যান্ডের রিঙ্গাস্কিডি এলাকার একটি জলাশয়ে নিয়মিত জল খেতে আসে একপাল ভেঁড়াসহ কয়েকশত গবাদি পশু।

সম্প্রতি দুর্ঘটনাবসত ওই এলাকার একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার কারখানার ভায়াগ্রা তৈরির কয়েক টন ভেষজ উপাদান পড়ে যায় ওই জলাশয়ের জলে। প্রায় ৮০ হাজার ভেঁড়া ওই জলাশয়ের জল খাওয়ার পর থেকেই অস্বাভাবিক আচরণ শুরু করেছে।

বিগত এক সপ্তাহ ধরে যৌন মিলনের ক্ষেত্রে অতিসক্রিয় হয়ে ওঠায় ভেড়াগুলিকে নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে খামারের মেষপালকদের।

জানা গেছে, ওই এলাকায় ওষুধ প্রস্তুতকারী সংস্থা ‘ফাইজার’-এর একটি কারখানা (প্লান্ট) রয়েছে। ঘটনার কথা স্বীকার করে ওষুধ প্রস্তুতকারী সংস্থা ‘ফাইজার’ জানিয়েছে, ভায়াগ্রা উৎপাদনে ব্যবহৃত ৭৫৫ টনেরও বেশি পরিমাণ ভেষজ সপ্তাহ খানেক আগে রিঙ্গাস্কিডি হারবারের জলে পড়ে যায়।

তথ্যসূত্র: জি নিউজ

 

ঢাকা/সাইফ/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়