ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পাকিস্তানে বিচারকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৫, ১৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তানে বিচারকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

পাকিস্তানের সিন্ধু প্রদেশে নিম্ন আদালতের এক বিচারকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। একক শুনানির অজুহাত দেখিয়ে চেম্বারে ডেকে নিয়ে ওই নারীকে তিনি ধর্ষণ করেছেন বলে জানিয়েছে গালফ নিউজ।

ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে জ্যেষ্ঠ বিচারিক ম্যাজিস্ট্রেট শেহওয়ানকে শনিবার সিন্ধু হাইকোর্ট বরখাস্ত করেছে।

পাকিস্তানের জিও টিভি জানিয়েছে, অসদাচারণের অভিযোগে সিন্ধু হাইকোর্ট ম্যাজিস্ট্রেট শেহওয়ানকে বরখাস্ত করেছে। একইসঙ্গে তাকে অভিযোগের জবাব দ্রুত দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন বিচারপতি আহমেদ আলি শেখ।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিজের পছন্দের ছেলেকে বিয়ের জন্য ওই নারী বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। ১৩ জানুয়ারি পুলিশ তাদের বিচারিক আদালতে হাজির করে। ম্যাজিস্ট্রেট শেহওয়ান ওই নারীকে তার চেম্বারে ডেকে নেন এবং সেখানে থাকা কর্মচারী ও নারী পুলিশকে বের হয়ে যেতে বলেন। পরে তিনি ওই নারীকে ধর্ষণ করেন।

পুলিশের কাছে অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালে ধর্ষিতার শারীরিক পরীক্ষা করা হয়। এতে ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়