ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দক্ষিণ কোরিয়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ২২ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দক্ষিণ কোরিয়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

দক্ষিণ কোরিয়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস আক্রান্ত রোগী। ২৪ ঘন্টার ব্যবধানে দেশটিতে ভাইরাস আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২২৯ জন। শনিবার সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে ৪৩৩ এ।

উপ-স্বাস্থ্যমন্ত্রী কিম গ্যাং-লিপ জানিয়েছেন,  প্রাদুর্ভাব ‘নতুন করে গুরুতর দিকে’ মোড় নিয়েছে।

নতুন করে যারা আক্রান্ত হয়েছে তাদের অনেকের সঙ্গেই একটি হাসপাতাল ও একটি ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে। ইতোমধ্যে দুই ভাইরাস আক্রান্ত মারা গেছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দক্ষিণের শহর দায়েগু ও পার্শ্ববর্তী চিয়ংদোকে ‘বিশেষ অঞ্চল’ হিসেবে ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসে নতুন করে আক্রান্তদের অনেকেই এই চিয়ংদোর একটি হাসপাতালে গিয়েছিলেন।

শনিবার সকালে চিকিৎসাকর্মীরা প্রথমে আক্রান্তের সংখ্যা ১৪২ বলে জানিয়েছিলেন। এর কয়েক ঘন্টা পর আরো ৮৭ জন আক্রান্ত হয়েছেন বলে জানান তারা।

এক বিবৃতিতে দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, নতুন আক্রান্ত ২২৯ জনের মধ্যে ৯৫ জন চিয়ংদোর দায়েনাম হাসপাতালের। হাসপাতালটিতে এখন আক্রান্তের সংখ্যা ১১৪। এদের মধ্যে ৯ জন হাসপাতাল কর্মী ও ১০২ জন রোগী।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়