ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত ৪০০

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৪, ২৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত ৪০০

ইতালিতে করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪০০ জন।

ইতালি সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইতালিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৫ শতাংশ বেড়েছে। এদিকে ইতালির পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস।

চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম ধরা পড়ে করোনাভাইরাস। এখন পর্যন্ত এটি বিশ্বের অন্তত ৪৩টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৯৬৭ জন এবং মারা গেছে দুই হাজার ৭৬৩ জন।


ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়