ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ইতালিতে মৃতের সংখ্যা সাড়ে ৭ হাজার ছাড়িয়ে

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৯, ২৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইতালিতে মৃতের সংখ্যা সাড়ে ৭ হাজার ছাড়িয়ে

মহামারি করোনা ভাইরাসে নাকাল ইতালি। শনিবার থেকে দেশটিতে প্রতিদিন ৬০০ এর অধিক প্রাণ হারাচ্ছে। বুধবার সেখানে প্রাণ হারিয়েছে ৬৮৩ জন। আর এর মধ্য দিয়ে দেশটিতে মৃতের সংখ্যা সাড়ে ৭ হাজার ছাড়িয়ে গেছে (৭৫০৪)। আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৩৮৬।

শনিবার ইতালিতে একদিনে সর্বোচ্চ ৭৯৩ জনের মৃত্যু হয়েছিল। রোববার ও সোমবার মারা গিয়েছিল ৬৫০ ও ৬০২ জন। মঙ্গলবার ৭৪৩ জনের মৃত্যু হয়। বুধবার সেটা কমে ৬৮৩ তে এসে দাঁড়িয়েছে।

এখনো দেশটির উত্তরাঞ্চলের লোম্বার্ডিতে মৃতের হার সবচেয়ে বেশি। এখানেই মারা গেছে ৪ হাজার ৪৭৪ জন। আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৩৪৬ জন।

বিশ্বব্যাপী কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা ২০ হাজার ৫৪৯ জন ছাড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৯৮৩ জন। তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১৩ হাজার ১৫৭ জন।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়