ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড সংখ্যক ‍মৃত্যু

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৪১, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড সংখ্যক ‍মৃত্যু

মহামারি করোনাভাইরাস জেকে বসেছে যুক্তরাষ্ট্রে। প্রাণঘাতী এই ভাইরাসে দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬১ হাজার ৫৮০ জন। মৃত্যুবরণ করেছে ২ হাজার ৯৯৮ জন। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে রেকর্ড ৫০২ জন। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর যা দেশটিতে একদিনে সর্বাধিক মৃত্যুর নজির। তার মধ্যে ২৫৩ জন মারা গেছে নিউইয়র্কেই।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মারা গেছে নিউইয়র্কে। এই রাজ্যে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২১৮টি। এখানে গেল কয়েকদিনে এখানে ১১৫ জন বাংলাদেশি প্রবাসীও মৃত্যুবরণ করেছেন। সোমবার নতুন করে এখানে ৭০০০ জন আক্রান্ত হয়েছে।

এ ছাড়া নিউ জার্সিতে ১৯৮, ক্যালিফোর্নিয়ায় ১৪৫, মিশিগানে ১৮৪, ওয়াশিংটনে ২০২ ও ‍লুসিয়ানায় ১৮৫ জন প্রাণ হারিয়েছেন।

বিশ্বক্যাপী কোভিড-১৯ তথা করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা প্রায় ৩৮ হাজার (৩৭ হাজার ৬০৯ জন)। সুস্থ্য হয়ে উঠেছে ১ লাখ ৬৪ হাজার ৭৫৩ জন।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়