ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

করোনায় মৃত্যুতে চীনকে ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৭, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় মৃত্যুতে চীনকে ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্র

মহামারি করোনাভাইরাসে মৃত্যুর মিছিল বেড়েই চলছে মার্কিন যুক্তরাষ্ট্রে। মৃতের সংখ্যায় করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনকেও ছাড়িয়ে গেছে তারা। ওয়ার্ল্ডোমিটার্সের দেওয়া তথ্যমতে দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৩ হাজার ৫৭৩ জন। চীনে মারা গেছে ৩ হাজার ৩০৫ জন।

আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রেই। এ পর্যন্ত দেশটির ৫০টি অঙ্গরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৩৪০ জন।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউইয়র্কে। সেখানে ১ হাজার ৫৫০ জন মারা গেছে। নিউজার্সিতে মারা গেছে ২৬৭ জন, ক্যালিফোর্নিয়ায় ১৪৯ জন, মিশিগানে ১৮৪ জন, ওয়াশিংটনে ২১০ জন, লুসিয়ানায় ২৩৯ জন ও জর্জিয়ায় ১০৮ জন।

মহামারি করোনাভাইরাস বিশ্বের ২০২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আক্রান্ত করেছে ৮ লাখ ৪১ হাজার ৩৭৮ জনকে। প্রাণ কেড়ে নিয়েছে ৪১ হাজার ৪০৩ জনের। সেরে উঠেছে ১ লাখ ৭৬ হাজার ৪৪৩ জন।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়