ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনায় অর্থনৈতিক সংকটের আশঙ্কায় আইএমএফ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২০, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় অর্থনৈতিক সংকটের আশঙ্কায় আইএমএফ

২০০৮ সালের বৈশ্বিক মন্দার চেয়ে করোনাভাইরাস মহামারিতে তৈরি হওয়া মন্দা ‘আরও খারাপ’ বললেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান। তার মতে ‘এটি অন্য যে কোনো সংকটের চেয়ে তীব্র’।

আইএমএফ মহাব্যবস্থাপক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, ‘আইএমএফের ইতিহাসে আমরা কখনোই বিশ্ব অর্থনীতিকে স্থবিরতার মুখোমুখি হতে দেখিনি।’

অর্থনীতিতে করোনার বড় ধরনের প্রভাব পড়বে শঙ্কা আইএমএফ প্রধানের, ‘আমরা এখন মন্দার মধ্যে আছি। এটা বৈশ্বিক আর্থিক সংকটের চেয়েও খারাপ এবং এমন একটি সংকট, যেখানে আমাদের সকলকে একত্রিত হওয়া দরকার।

জর্জিয়েভা আরো বলেছেন, ৯০টি দেশ এরই মধ্যে জরুরি অর্থায়নের জন্য সংস্থাটির সঙ্গে যোগাযোগ করেছে। তিনি যোগ করেছেন, অর্থনৈতিকভাবে বিশ্বের সবচেয়ে ভঙ্গুর দেশগুলোকে সুরক্ষিত রাখতে হবে।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়