ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

স্পেনে কমছে করোনায় মৃত্যুর হার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্পেনে কমছে করোনায় মৃত্যুর হার

স্পেনে করোনাভাইরাসে মৃত্যুর হার কমতে শুরু করেছে। গত দুই দিনে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ৮০৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার এই সংখ্যা ছিল ৯৩২ এবং বৃহস্পতিবার ছিল ৯৫০।

শনিবার ভাইরাসে মোট মৃতের সংখ্যা ১১ হাজার ৭৪৪ এ র্পৌঁছেছে। শুক্রবার এই সংখ্যা ছিল ১০ হাজার ৯৩৫। সেই হিসেবে শনিবার মৃতের সংখ্যা বৃদ্ধির হার ছিল ৭ শতাংশ। আর শুক্রবার এই হার ছিল ৯ শতাংশ। এক সপ্তাহ আগেও স্পেনে করোনায় প্রতিদিন মৃতের সংখ্যা প্রায় ২০ শতাংশ করে বেড়েছে।

এদিকে, দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা এক লাখ ২৪ হাজার ৭৩৬ এ দাঁড়িয়েছে। শুক্রবার এই সংখ্যা ছিল এক লাখ ১৭ হাজার ৭১০। এর আগে প্রতিবেশী ইতালির তুলনায় স্পেনে আক্রান্তের সংখ্যা কম ছিল। এবার আক্রান্তের সংখ্যায় ইতালিকে অতিক্রম করলো স্পেন।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়