ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ব্রিটিশ প্রধানমন্ত্রীর অন্তঃসত্ত্বা বান্ধবী করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৪, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্রিটিশ প্রধানমন্ত্রীর অন্তঃসত্ত্বা বান্ধবী করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আক্রান্ত হন ২৭ মার্চ। এক সপ্তাহ পর তার অন্তঃসত্ত্বা বান্ধবী ক্যারি সাইমন্ডস জানালেন, তিনিও কোভিড-১৯ রোগে ভুগছেন। ৭ দিনের বিশ্রাম শেষে এখন সুস্থবোধ করছেন বলে জানান ৩২ বছর বয়সী।

সাইমন্ডস টুইটারে লিখেছেন, ‘করোনাভাইরাসের মূল উপসর্গ নিয়ে আমি গত সপ্তাহ বিছানায় কাটিয়েছি। আমাকে কোনো পরীক্ষা করাতে হয়নি। ৭ দিনের বিশ্রাম শেষে আমি শক্তি ফিরে পেয়েছি এবং পুরোপুরি সুস্থ হওয়ার পথে।’

করোনাভাইরাসে বয়স্কদের পাশাপাশি অন্তঃসত্ত্বারাও ঝুঁকিতে। তাই অন্যদের সতর্ক করে সাইমন্ডস লিখেছেন, ‘অন্তঃসত্ত্বা হওয়ার কারণে কোভিড-১৯ রোগ খুবই দুশ্চিন্তার ব্যাপার। অন্তঃসত্ত্বাদের বলছি, দয়া করে সর্বশেষ গাইডলাইন পড়ুন এবং মেনে চলুন। আমি উপকার পেয়েছি।’

শুক্রবার জনসন জানান, কোভিড-১৯ রোগের হালকা উপসর্গ তার মাঝে দেখা গেছে। জ্বর নিয়ে আইসোলেশনে আছেন তিনি। গত ফেব্রুয়ারিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাইমন্ডসের গর্ভধারণের কথা নিশ্চিত করেন। শিগগিরই তারা বিয়ে করতে যাচ্ছেন বলে ঘোষণা দেন জনসন।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়