ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ইয়েমেনে যুদ্ধবিরতির ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪২, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইয়েমেনে যুদ্ধবিরতির ঘোষণা

জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে এই যুদ্ধ বিরতি কার্যকর হবে বলে জানিয়েছে জোটের কর্মকর্তারা।

কর্মকর্তারা জানায়, জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে সৌদি নেতৃত্বাধীন জোট পাঁচ বছর ধরে চলা এই যুদ্ধে বিরতি আনা হয়েছে।

করোনা মহামারির কারণে গতমাসে ইয়েমেনে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এরপর এই যুদ্ধ বন্ধের জন্য মার্টিন গ্রিফিথস নামের একজন বিশেষ প্রতিনিধিও নিয়োগ করে জাতিসংঘ।

বুধবার ইয়েমেনে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মার্টিন গ্রিফিথস।
 
২০১৫ সালের মার্চ মাস থেকে ইরানের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে হুতিদের পক্ষ থেকে এই যুদ্ধবিরতি মেনে নেয়া হয়েছে কিনা সেটি এখনো জানা যায়নি।

সূত্র : বিবিসি



ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়