ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাশিয়ায় করোনায় রেকর্ড ১৫০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৩, ২২ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রাশিয়ায় করোনায় রেকর্ড ১৫০ জনের মৃত্যু

রাশিয়ায় করোনাভাইরাসে দৈনিক মৃত্যুর রেকর্ড হলো শুক্রবার। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৫০ জনের। তাতে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ২৪৯ জন।

শুক্রবার রাশিয়ায় নতুন করে ৮ হাজার ৮৯৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশে সরকারি হিসাব অনুযায়ী মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়ে ৩ লাখ ২৬ হাজার ৪৪৮ জন। তবে টানা সপ্তমদিন আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নিচে থাকলো।

আক্রান্তের সংখ্যায় বিশ্বে যুক্তরাষ্ট্রের ঠিক পরে দ্বিতীয় স্থানে থাকলেও অন্য দেশের তুলনায় রাশিয়ায় আনুপাতিক হারে প্রাণহানি কম।

রাশিয়ায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৯ হাজার ৮২৫ জন। এদিকে রাশিয়ার প্রজাতন্ত্র চেচনিয়ার রাষ্ট্রপতি রমজান কাদিরভকে বৃহস্পতিবার সন্ধ্যায় করোনা সন্দেহে মস্কোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার সুস্থ হয়ে কাজে ফেরেন প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়