ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পুলিশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে হংকংয়ে সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পুলিশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে হংকংয়ে সমাবেশ

পুলিশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে হংকংয়ে হাজার হাজার মানুষ তিয়ানআনমেন স্কয়ারে চীনের গণতন্ত্রবিরোধী অভিযানের বর্ষপূর্তি পালন করেছে। বৃহস্পতিবার আধা-স্বায়ত্ত্বশাসিত অঞ্চলটির ভিক্টোরিয়া পার্কে মোমবাতি প্রজ্জলন করে দিবসটি পালন করেছে তারা।

সমাবেশে অংশগ্রহণকারীরা ‘এক দলীয় শাসনের অবসান চাই’ এবং ‘চীনের জন্য এখন গণতন্ত্র’সহ বেইজিংবিরোধী স্লোগান দেয়।

সমাবেশে অংশ নেওয়া ৭০ বছরের গৃহিনী কিত্তি বলেন, ‘৪ জুন যারা মারা গেছে, যে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে আমরা তাদেরকে স্মরণ করছি। আমরা কী অন্যায় করেছি? ৩০ বছর ধরে শান্তিপূর্ণভাবে ও যৌক্তিকভাবে আমরা এখানে আসছি।’

কর্মশ্রেণি জেলা মং ককে ২৪ বছরের ব্রেন্দা হুই বলেন, ‘আমাদের আশঙ্কা এবারই হয়তো শেষবারের মতোই দিবসটি পাচ্ছি আমরা, তবে ৪ জুন কী ঘটেছে তা হংকংয়ের বাসিন্দারা মনে রাখবে।’

সোমবার গত ৩০ বছরের মধ্যে প্রথমবার তিয়ানআনমেন স্কয়ারে গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযানের বর্ষপূর্তি পালনের ওপর নিষেধজ্ঞা আরোপ করে হংকং পুলিশ। এর আগে গত মাসে চীনের আইনসভায় বিতর্কিত নতুন নিরাপত্তা আইন পাস হয়। হংকংয়ের বিচ্ছিন্নতা, সন্ত্রাসবাদ ও বৈদেশিক হস্তক্ষেপ মোকাবিলায় আইনটি ব্যবহার করা হবে বলে দাবি বেইজিংয়ের। তবে হংকংয়ের গণতন্ত্রপন্থিদের অভিযোগ, এর মাধ্যমে তাদের বাকস্বাধীনতার ওপর হস্তক্ষেপ করতে যাচ্ছে চীন। আর এই নিরাপত্তা আইনের বিরুদ্ধে তিয়ানআনমেন স্কয়ার দিবসে যাতে হংকংয়ের গণতন্ত্রপন্থিরা কোনো বড় আকারের বিক্ষোভ করতে না পারে সেজন্যই ৪ জুন সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিংয়ের প্রতি অনুগত হংকং প্রশাসন।



ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়