ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জেদ্দায় আবারও কারফিউ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
জেদ্দায় আবারও কারফিউ

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও জেদ্দায় কারফিউ জারি করেছে সৌদি আরব। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে ২ হাজার ৫৯১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এতে দেশটিতে ভাইরাস আক্রান্তের সংখ্যা ৯৫ হাজার ৭৪৮ জনে পৌঁছেছে। নতুন আক্রান্তদের অধিকাংশ রাজধানী রিয়াদ, জেদ্দা, মক্কা ও হুফুফ এলাকার বাসিন্দা।

জেদ্দাতে ১৫ দিনের জন্য এই কারফিউ জারি করা হয়েছে। শনিবার থেকে শুরু হয়ে ২০ জুন পর্যন্ত এটি বলবৎ থাকবে।

করোনার বিস্তার রোধে এপ্রিলের প্রথম সপ্তাহে জেদ্দাসহ বেশ কয়েকটি শহরে কারফিউ জারি করেছিল সৌদি কর্তৃপক্ষ। তবে সংক্রমণ কমে আসায় গত মাসে কারফিউ প্রত্যাহার করে নেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জেদ্দায় বেলা ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। মসজিদগুলোতে নামাজ আদায় বন্ধ থাকবে। শহরে মন্ত্রণালয়,সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। রেস্তোরাঁ ও ক্যাফের ভেতরে খাবার পরিবেশন নিষিদ্ধ  এবং পাঁচ জনের বেশি কোথাও জমায়েত হওয়া যাবে না।

তবে অভ্যন্তরীণ উড়োজাহাজ চলাচল ও সড়ক যোগাযোগ চালু থাকবে। এছাড়া কারফিউর সময় শেষ হওয়ার পর শহরে প্রবেশ ও বের হওয়া যাবে।



ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়