ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

যুক্তরাজ্যে করোনার দ্বিতীয় দফা সংক্রমণে লক্ষাধিকের মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫০, ১৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
যুক্তরাজ্যে করোনার দ্বিতীয় দফা সংক্রমণে লক্ষাধিকের মৃত্যুর আশঙ্কা

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় পর্যায়ে যুক্তরাজ্যে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষের মৃত্যু হতে পারে বলে বিজ্ঞানীরা সতর্ক করেছেন। বিপর্যয় এড়াতে পর্যাপ্ত ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) নিশ্চিত এবং টেস্টের সংখ্যা বাড়ানো ও করোনা ট্রেসিং ব্যবস্থা জোরদার করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

অ্যাকাডেমি অব মেডিকেল সায়েন্সেস প্রকাশিত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালেন্সের অনুমোদন দেওয়া প্রতিবেদনে মন্ত্রীদের সতর্ক করে দিয়ে বলা হয়েছে, আগামী জুনের আগে ‘যৌক্তিক সবচেয়ে বাজে পরিস্থিতির দৃশ্য’ হতে পারে করোনায় হাসপাতালে এক লাখ ২০ হাজার মানুষের মৃত্যু।

৩৭ জন বিজ্ঞানীয় ও শিক্ষাবিদের অংশগ্রহণে পরিচালিত গবেষণা প্রতিবেদনে বাড়িতে বা নার্সিং হোমগুলোতে করোনায় সম্ভাব্য মৃত্যুর সংখ্যা যুক্ত করা হয়নি।

বিশেষজ্ঞদের দাবি, প্রথম দফার চেয়ে দ্বিতীয় দফার করোনার আঘাত হবে অনেক বেশি বিপর্যয়কর। বর্তমানে যুক্তরাজ্যে সংক্রমণের হার শূন্য দশমিক সাত থেকে শূন্য দশমিক ৯ শতাংশ। সেপ্টেম্বর থেকে এটি বেড়ে ১ দশমিক ৭ শতাংশ পর্যন্ত হতে পারে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়