ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বন্দুকধারীদের হামলায় ৮ পাকিস্তানি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ১৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বন্দুকধারীদের হামলায় ৮ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানের দক্ষিণ পশ্চিমের জেলা পাঞ্জগুরে নিরাপত্তা বাহিনীর গাড়ি বহরে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত ৮ সেনা নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

দেশটির সামরিক সূত্রে এ খবর দিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।

মঙ্গলবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে ৪০০ কিলোমিটার দূরে গিচাক এলাকায় তিনটি গাড়িকে লক্ষ্য করে এ হামলা চালায় বলে এক সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছে সামরিক বাহিনী।

এখনও কোনও গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

এক দশকেরও বেশি সময় ধরে বেলুচের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের বিরুদ্ধে লড়ছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী।

বেলুচিস্তানে একটি গেরিলা ক্যাম্পেইনে আর্থিক সহযোগিতা করে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলো। তারাই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য বানিয়ে হামলা চালায়।

গত ২৯ জুন চার বেলুচিস্তান লিবারেশন আর্মির বন্দুকধারী করাচিতে দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে হামলা চালায়। তিন নিরাপত্তারক্ষী ও এক পুলিশ সদস্যকে হত্যা করে তারা।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়