ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ট্রেনের ধাক্কায় নিহতদের কোটি টাকা করে দিতে রিট

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৮, ১৮ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রেনের ধাক্কায় নিহতদের কোটি টাকা করে দিতে রিট

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় বিয়ের মাইক্রোবাসের  ১১ জন মারা যাওয়ার ঘটনায় রিট দায়ের করা হয়েছে।

রিটে নিহতের প্রত্যেকের পরিবারকে কোটি টাকা করে দিতে   নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া আহতদের ১০ লাখ টাকা করে দেয়ার কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব এ রিট দায়ের করেন।

এর আগে গতকাল বর-কনেসহ নিহত ১১ জনের পরিবারকে কোটি টাকা করে দিতে আইনি নোটিশ পাঠানো হয়। এ ছাড়া আহতদের ১০ লাখ টাকা করে দেয়ার কথা বলা হয়।

রেল সচিব, রেলওয়ের মহাপরিচালক, এলজিআরডি সচিব এবং এলজিইডি’র প্রধান প্রকৌশলীকে এ নোটিশ পাঠানো হয়।

গত ১৫ জুলাই  সন্ধ্যা পৌনে ৭টার দিকে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন ও মাইক্রোবাস সংঘর্ষে বর-কনেসহ ১১ জন নিহত হন।

নোটিশ গ্রহণের পর এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আইনের আশ্রয় নেয়া হবে বলে জানান ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।

এ ছাড়া রেল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো লেভেল ক্রসিং স্থাপন থেকে বিরত থাকা, সারা দেশের অবৈধ লেভেল ক্রসিং বন্ধ, সব লেভেল ক্রসিংয়ে নিরাপত্তা নিশ্চিত করে যথাযথ গেইটম্যান দেয়া এবং ট্রেনে ছাদে যাত্রী বহনে না করতে ব্যবস্থা নিতে বলা হয়েছে নোটিশে।

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ জুলাই ২০১৯/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়