ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চামড়ার দরপতন : রিট শুনতে দুটি বেঞ্চের অপারগতা

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৬, ১৮ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চামড়ার দরপতন : রিট শুনতে  দুটি বেঞ্চের অপারগতা

নিজস্ব প্রতিবেদক : কোরবানির পশুর চামড়ার মূল্যর অস্বাভাবিক দরপতনের তদন্ত চেয়ে দায়ের করা রিট শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্টের পৃথক দুটি বেঞ্চ।

রোববার রিট আবেদন শুনানির জন্য নিয়ে গেলে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের নেতৃত্বাধীন বেঞ্চ এবং বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন বেঞ্চ রিট আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেন।

পরে রিটকারী আইনজীবী ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ রাইজিংবিডিকে বলেন, আগামীকাল এ আবেদন শুনানির জন্য হাইকোর্টের আরেকটি বেঞ্চে উপস্থাপন করা হবে।

এর আগে সকালে কোরবানির পশুর চামড়ার মূল্যর অস্বাভাবিক দরপতনের তদন্ত করার নির্দেশনা হাইকোর্টে রিট দায়ের করা হয়।

রিটে চামড়ার দরপতনের ঘটনার সঙ্গে কারা জড়িত তা খুজে বের করতে বলা হয়েছে। একইসঙ্গে কোরবানির পশুর চামড়ার মূল্যের অস্বাভাবিক দরপতন কেন অবৈধ হবে না এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ জনস্বার্থে এই রিট দায়ের করেন।


রাইজিংবিডি/ঢাকা/১৮ আগস্ট ২০১৯/মেহেদী/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়