ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কর্মসৃজন প্রকল্পে দুর্নীতি, ২১ জেলায় দুদকের অভিযান

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ১৮ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কর্মসৃজন প্রকল্পে দুর্নীতি, ২১ জেলায় দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক : কর্মসৃজন প্রকল্পে দুর্নীতির অভিযোগে দেশের ২১ জেলায় একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অতিদরিদ্রদের কর্মসংস্থানের জন্য ৪০ দিনের ‘কর্মসৃজন প্রকল্প’ বাস্তবায়নে ব্যাপক অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার এসব অভিযান চালায় সংস্থাটি।

অভিযানে বেশকিছু অভিযোগের সত্যতা পাওয়া গেলেও কৌশলগত কারণে বিস্তারিত জানায়নি সংস্থাটি।

দুদক জানায়, হটলাইন-১০৬ এ আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে ২১টি সমন্বিত জেলা কার্যালয় থেকে একযোগে অভিযান চালানো হয়। দুদকের টিমগুলো বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস পরিদর্শন করে এবং কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করে। এছাড়া, সংশ্লিষ্ট ব্যাংকসমূহ থেকে প্রকল্পের অর্থ শ্রমিকদের যথানিয়মে বিতরণ করা হয়েছে কি না, সে তথ্যও সংগ্রহ করা হয়। অভিযানকালে একাধিক স্থানে ঠিকমতো কাজ না করে ভাতা উত্তোলন, কম শ্রমিক দিয়ে কাজ করিয়ে ভুয়া ভাউচার দিয়ে অধিক অর্থ উত্তোলন, ভাতা উত্তোলনের স্বাক্ষরে গরমিল ইত্যাদি অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। অনিয়মসমূহের বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের সুপারিশপূর্বক কমিশনে প্রতিবেদন পেশ করবে সংশ্লিষ্ট দুদক কার্যালয়।


রাইজিংবিডি/ঢাকা/১৮ আগস্ট ২০১৯/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়