ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

উত্তরায় উচ্ছেদ অভিযানে জরিমানা

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ৯ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উত্তরায় উচ্ছেদ অভিযানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নাইনের নেতৃত্বে উত্তরার ৩  নম্বর সেক্টরে এ আদালত পরিচালনা করা হয়। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে নির্মাণ সমগ্রী রাখার দায়ে ‘নন্দন কানন’ ডেভেলাপারসকে ৩৫ হাজার টাকা এবং সোহেল মিয়া নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, উত্তরার ৬ নম্বর সেক্টরের আলাওল এভিনিউ থেকে ময়মনসিংহ রোডের পূর্ব পার্শ্বের সার্ভিস রোড হয়ে সেক্টর ৪ এর শায়েস্তা খাঁ এভিনিউ কসাইবাড়ি রেলগেট পর্যন্ত সড়কে পাইপ, নর্দমাসহ রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

উন্নয়ন কাজ চলাকালে জনসাধারণের দুর্ভোগ হতে পারে জানিয়ে মেয়র তাদের সহযোগীতা কামনা করেন। তিনি বলেন, আগামী ২০ সেপ্টেম্বর থেকে ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার জন্য অভিযান পরিচালনা করা হবে।


রাইজিংবিডি/ঢাকা/৯ সেপ্টেম্বর ২০১৯/নূর/নবীন হোসেন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়