ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জামাই শফিকের ৭ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ১৭ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জামাই শফিকের ৭ বছর কারাদণ্ড

ঢাকার ভাষানটেকের বাগানবাড়ী এলাকার মাদক ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম ওরফে জামাই শফিককে পৃথক দুই ধারায় সাত বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন এ রায় ঘোষণা করেন।

রায়ে আসামিকে এক ধারায় পাঁচ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা ও অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড, অপর এক ধারায় দুই বছর সশ্রম এবং এক হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো  এক মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বছরের ২৭ এপ্রিল রাজধানীর ভাষানটেক থানাধীন বাগানবাড়ীর বেনারসী মাঠের এক নম্বর গেটের সামনে পাকা রাস্তায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের হয়ে মাদক ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম ওরফে জামাই শফিক (২৩) দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। পালানোর সময় শফিককে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় শফিকের কাছে ১০০ গ্রাম ওজনের এক হাজার ১৫ হেরোইন (মূল্য এক লাখ এক হাজার ৫০০ টাকা) ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

ওই ঘটনায় ভাষানটেক থানার এসআই মো. রুহুল আমিন হাওলাদার বাদী হয়ে শফিকের বিরুদ্ধে মামলাটি করেন। তদন্ত শেষে গত বছরের ৩০ জুন একই থানার এসআই রিপন আলী শেখ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটির বিচার চলাকালে চার্জশিটভুক্ত ১১ সাক্ষীর মধ্যে সাত জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

 

ঢাকা/মামুন খান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়