ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

২৮৭ কর্মকর্তা নিয়োগ দিবে দুদক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ১৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৮৭ কর্মকর্তা নিয়োগ দিবে দুদক

কর্মকর্তা পর্যায়ে তিন ধরনের পদে ২৮৭জনকে নিয়োগ দিবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর মধ্যে ১৩২ সহকারী পরিচালক, ১৪৭ উপ-সহকারী পরিচালক ও ৮ কোর্ট পরিদর্শক পদে নিয়োগ দেয়া হবে তাদের। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

এ লক্ষ্যে এরই মধ্যে সোমবার জনবল নিয়োগের জন্য কমিশন অনুমোদন দিয়েছে। শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকারী পরিচালক ও উপ-সহকারী পরিচালক পদের জন্য প্রার্থীকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণির সন্মানসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী বা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

অন্যদিকে কোর্ট পরিদর্শক পদের জন‌্য প্রার্থীকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি বা এলএলবি ডিগ্রিধারী হতে হবে।

প্রার্থীকে ফি হিসাবে ৫০০টাকা টেলিটকের মাধ্যমে নিয়ম অনুসরণ করে জমা দিতে হবে। এই তথ্যসহ বিস্তারিত তথ্য-উপাত্ত  ওয়েবসাইটে পাওয়া যাবে বলে দুদক জানিয়েছে।


ঢাকা/এম এ রহমান/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়