ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

১০ বছর বিদ্যুৎ বিল বকেয়া, তবু আলো জ্বলে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ১৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১০ বছর বিদ্যুৎ বিল বকেয়া, তবু আলো জ্বলে

রাজধানীর লালবাগে ওমর বিন আবদাল আজিজ নামের এক গ্রাহক ১০ বছর যাবৎ কোনো বিদ্যুৎ বিল দেন না। এ সময়ে বিল বকেয়া দাঁড়িয়েছে ১ কোটি ৩৪ লাখ টাকা।

অথচ ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) কর্তৃপক্ষ তার সংযোগ বিচ্ছিন্ন করেনি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানেও মিলেছে এর সত্যতা।

দুদকে জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেন।

ওমর বিন আবদাল আজিজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

দুদক জানায়, রাজধানীর লালবাগে এক গ্রাহকের নিকট ১ কোটি ৩৪ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রাখার অভিযোগে ডিপিডিসি লালবাগ জোনে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক হটলাইনে অভিযোগ আসে, স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি গত ১০ বছর যাবত কোন বিল না দিলেও ডিপিডিসি কর্তৃপক্ষ তার সংযোগ বিচ্ছিন্ন করেনি।

দুদক আরো জানায়, দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক মো. মনিরুল ইসলামের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। টিম জানতে পারে ওয়ার্ড কাউন্সিলর আদালতে আবেদনের মাধ্যমে তাঁর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং বিল প্রদান থেকে নিজেকে বিরত রেখেছেন। অবিলম্বে রাষ্ট্রের এ বিপুল পরিমাণ বকেয়া আদায়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ডিপিডিসি কর্তৃপক্ষকে অনুরোধ করে দুদক টিম।


ঢাকা/এম এ রহমান/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়