ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মোহাম্মদপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫২, ১৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মোহাম্মদপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর মোহাম্মদপুরে উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ।

মঙ্গলবার ডিএনসিসির অঞ্চল ১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেনের নেতৃত্বে চন্দ্রিমা উদ্যান হাউজিংয়ের প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় দোকানপাট বন্ধ করে মালিক সরে পড়েছে এমন প্রায় ১২০টি দোকানের সাইনবোর্ড অপসারণ করা হয়েছে। ট্রেড লাইসেন্স না থাকায় দুটি দোকানের মালিকের কাছ থেকে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া ফুটপাত ও সড়কে নির্মাণ সামগ্রী রাখার অপরাধে তিনটি হোল্ডিং থেকে ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ট্রেড লাইসেন্স প্রদর্শন করতে না পারায় সরিষার তেল প্রস্তুতকারি 'রওজা ফুড' কারখানা সিলগালা করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনের জন্য প্রতিষ্ঠানটিকে তিনদিনের সময় দেয়া হয়েছে।  অন্যথায় নিয়মিত মামলা করা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।


ঢাকা/নূর/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়