ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মানুষকে ঘরে রাখতে র‌্যাবের টহল জোরদার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মানুষকে ঘরে রাখতে র‌্যাবের টহল জোরদার

ফাইল ফটো

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মানুষকে ঘরে রাখতে রাস্তায় টহল জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২৯ মার্চ) রাজধানীর প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে মোটরসাইকেল-পিকআপ ভ্যানসহ একাধিক গাড়ি নিয়ে র‌্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে।

রোববার রাতে র‌্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের প্রধান সারওয়ার বিন কাশেম রাইজিংবিডিকে বলেন, মানুষ যেন ঘরে থাকেন সেজন্যই এ ব্যবস্থা করা হয়েছে। ২৬ তারিখের পর থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশে র‌্যাব সদস্যরা টহল দিচ্ছেন। মানুষ যেন বিনা কারণে বের না হন, সেজন্য টহলে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার রাজধানীর মিরপুর, ফার্মগেট, তেজগাঁও, খিলগাঁও, বাসাবো, মালিবাগ, রামপুরা, পুরান ঢাকার বিভিন্ন এলাকায় সামনে মোটরসাইকেল পেছনে পাঁচটি করে পিকআপ ভ্যান নিয়ে র‌্যাব সদস্যরা হুইসেল বাজিয়ে টহল দেন। বিভিন্ন জেলা, উপজেলা, থানা পর্যায়ে এ ধরনের টহল অব্যাহত আছে বলে জানা গেছে।


ঢাকা/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়